ভালো কবুতর কি ভাবে চিনব

আমরা যদি ভালো কবুতর চেনার উপায় জেনে থাকি তাহলে কবুতর কিনতে গিয়ে প্রতারণা ও ঠকার সম্ভাবনা থাকবে না। যদি সুস্থ কবুতর চেনার উপায় জানা না থাকে, বাসায় নিয়ে গিয়ে দেখতে হবে কবুতর অসুস্থ কিংবা কয়েকদিন পর মারা গেছে। যা খুবই কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াবে।



গ্রামের দিকে কবুতর সব সময়ই বিলে চড়ে খায় খাবার ঝামেলাও কম কিন্তু শহরে বিল না থাকায় প্রতিদিন সকালে এবং বিকেলে দুবার করে খাবার দিতে হয়।

ভূমিকা

কবুতর একটি গৃহপালিত প্রাণী কবুতর কেউ শখে পালে কেউ ব্যবসার জন্য পালে, কবুতর কে সবাই ভালোবাসে। পবিত্র একটি মায়া জন্ম নেয় প্রতিটা মানুষের মনের ভিতর সাধারণত আমরা বাসা বাড়ির ছাদে বা বাড়ির আঙিনাতে কবুতর পালন করে থাকি, এই কবুতরের বাচ্চা খেতেও অনেক সুস্বাদু।

ভালো কবুতর কি ভাবে চিনব

আমরা যদি ভালো কবুতর চেনার উপায় জেনে থাকি তাহলে কবুতর কিনতে গিয়ে প্ প্রতারণা ও ঠকার সম্ভাবনা থাকবে না। যদি সুস্থ কবুতর চেনার উপায় জানা না থাকে, বাসায় নিয়ে গিয়ে দেখতে হবে কবুতর অসুস্থ কিংবা কয়েকদিন পর মারা গেছে। যা খুবই কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াবে।

আগে বিভিন্ন গ্রামের মানুষ কবুতর পালন করে থাকলেও, এখন শহরে মানুষ তাদের বাড়ির ছাদে কবুতর পালন করচ্ছে। তাই, কবুতর পালনের আগে আপনাকে অবশ্যই ভালো কবুতরটি সম্পর্কে চিহ্নিত করা দরকার।

কবুতর পুরুষ না স্ত্রী কিভাবে বুঝবো

কিভাবে বুঝবেন একটি কবুতর পুরুষ না স্ত্রী, এই প্রশ্নের কোন সহজ উত্তর নাই, অনেক অভিজ্ঞ কবুতর প্রেমীরা মাঝে মাঝে ভুল করে কোনটা পুরুষ কবুতর এবং কোনটা স্ত্রী কবুতর কিন্তু যদিও একটি বৈজ্ঞানিক প্রন্থা ডিএনএ চেক করা।

পুরুষ কবুতর চেনার উপায়

  • পুরুষ কবুতর এবং স্ত্রী কবুতরের কিছু পার্থক্য রয়েছে
  • পুরুষ কবুতর স্ত্রী কবুতর থেকে একটু বড় হয় এবং লম্বা টাইপের হয়ে থাকে।
  • পুরুষ কবুতর এর চোখ স্ত্রী কবুতর এর চোখের মতন রাউন্ড হয় না
  • পুরুষ কবুতর অনেক তেজী এবং রাগি হয়ে থাকে
  • পুরুষ কবুতর বেশিরভাগ সময় ডাকে এবং শব্দ করে থাকে।
  • পুরুষ কবুতর দিনের বেলা বেশিরভাগ সময়ই ডিমে তা দেয়।
  • পুরুষ কবুতর মহিলা কোভিদ চিত্রনায় বেশি ওজনের হয়ে থাকে।
  • পুরুষ কবুতরকে অন্য ঘরে দিলে অনেক সময় ধরে ডাকে।

স্ত্রী কবুতর চেনার উপায়

  • স্ত্রী কবুতর পুরুষ কবুতরের গঠন অনুযায়ী আকারে ছোট হয়।
  • স্ত্রী কবুতরের চোখ অনেক বড় সায়িজের রাউন্ড হয়ে থাকে।
  • স্ত্রী কবুতর খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে
  • স্ত্রী কবুতর খুব কম ডাকে
  • স্ত্রীকবুতর সাধারণত বিকালের দিক থেকে পরের দিন সকাল অব্দি ডিমের তা দিয়ে থাকে
  • স্ত্রী কবুতর ওজনের দিক থেকে পুরুষ কবুতর গুলোর তুলনায় ওজনে কম হয়।

ভালো উড়ন্ত কবুতর চেনার উপায়

ভালো কবুতর সব সময় ডেকে বেড়ায়এবং তাদের বুক উচা করে গলা টান করে হয়ে থাকে হাঁটার সময় অর্থাৎ খাড়া হয়ে হাটে সবসময় চঞ্চলতা হয়ে থাকে স্থির থাকে না এক জায়গায় থেকে অন্য জায়গায় উঠানামা করে, চোখে অনেক রকমের রিং থাকে যার ফলে তার দৃষ্টিশক্তি ভালো হয়ে থাকে। ভালো জাতের কবুতরের বাচ্চা তোলার ক্ষমতা বেশি থাকে।

কোন জাতের কবুতর সবচেয়ে বেশি বাচ্চা দেয়

উল্লেখিত কবুতরের মধ্যে গিরিবাজ কবুতর এবং জালালী কবুতর বেশি বাচ্চা দিয়ে থাকে এদের প্রজন্ম ক্ষমতা বেশি এরা বছরে ১২ মাসে ১২ জোড়া বাচ্চা দিয়ে থাকে, এদের শারীরিক ক্ষমতা এবং শক্তিও অন্য কবুতর এর তুলনায় বেশি থাকে।

কি খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি ডিম দেয়

যে সকল খাদ্য খাওয়ালে কবুতর ডিম বেশি দেয় সেগুলোর মধ্যে উল্লেখিত রয়েছে যে গম ভুট্টা সরিষা এংকার খেসারি মসরি চীনা, কবুতরকে যদি কবুতরের খোসায় ৮-১০ দিন পরে গুড়ো করে খাওয়ানো হয় তাতে অনেক ক্যালসিয়াম আছে কবুতরের জন্য খুব উপকার হবে এবং কতটা ভিটামিনের অভাব পূরণ করবে।

লেখক পরিচিতি

কবুতর খুব লাজুক প্রকৃতির একটি গৃহপালিত প্রাণীআজকে আমাদের এই পাঠের মূল উদ্দেশ্য ছিল কবুতর কিভাবে ভালো কবুতর চিনবো, পুরুষ বা স্ত্রী কিভাবে বুঝব, স্ত্রী এবং পুরুষ কবুতরের পার্থক্য কি কি থাকতে পারে ,ভালো উড়ন্ত কবুতর চেনার উপায়, কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয় এবং কি খাওয়ালে কবুতর তাড়াতাড়ি ডিম দেয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url